Question | Category | Answer |
---|---|---|
(4818) কুরবানির ৫ মাস আগে একটা ছাগল কুরবানী রাখা হলে, তা জরুরি প্রয়োজন হলে বিক্রি করা যাবে কি?? | ঈদ-কুরবানী | |
(4806) আসসালমুয়ালাইকুম,
আমার মা এবং বোন ঈদের নামাজ পড়তে চায়, কিন্তু আমাদের এলাকায় মহিলাদের ঈদের জামাতের ব্যবস্থা নেই। আমার জানামতে, হানাফী মাযহাব অনুযায়ী জামাত মিস হলে একাকী ঈদের নামাজ পড়ার নীয়ম নেই। কিন্তু গত রোজার ঈদে করোনা র সময় আমরা দেখেছি অনেক আলেমই পুরুষদের একাকী ঘরে ঈদের নামাজ পড়া জায়েজ বলেছেন। সে অনুযায়ী আমি তাদেরকে (মা এবং বোন কে) এবারের ঈদেও নামাজ পড়তে নিষেধ করি নি। এখন আমার প্রশ্ন হলো, ১) কোনো মাযহাবই কি মহিলাদের একাকী ঘরে ঈদের নামাজ পড়ার অনুমোদন দেয় নি? ২) বিগত বছর গুলোতে আমার মা বোন ঈদের নামাজ একাকী পড়ে কি গুনাহের কাজ করেছেন? এজন্য কি তওবা করতে হবে? | ঈদ-কুরবানী | |
(4800) জুম্মার দিনে কখন মসজিদে আসলে উট কুরবানীর সওয়াব পাব? | ঈদ-কুরবানী | |
(4796) আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। কুরবানির পশুর পা নিয়ে একটা রিতি চালু আছে, যে গরু পালবে, হাটে যাবে কাজ করবে গরুর দেখা শোনা করনে, সে কুরবানির পশুর পা (নেহারির অংশ) নিবে। আমরা হাদিস থেকে পাই, কুরবানির কোন কিছু/ অংশ পারিশ্রমিক হিসাবে দেয়া যায় না। এ বিষয়ে সঠিক মাসালা / নিয়ম টা কি? . ভুলা হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। . | ঈদ-কুরবানী | |
(4677) আমার স্ত্রী অন্তঃসত্তা। আমি আমার কোরবানির পশু নিজে জবেহ করতে চাচ্ছি কিন্তু আমার শাশুড়ি বলছেন যে আমি জবেহ করতে পারবোনা এতে সন্তানের সমস্যা হবে। এই বিষয়ে সহিহ দিক নির্দেশনা চাচ্ছি । | ঈদ-কুরবানী | |
(4676) আসসালামুওয়ালাইকু, আমার নামে এইবার একটা কুরবানী দেওয়ার নিয়ত করা হয়েছে।তাই আমি নখ,চুল কাটা থেকে বিরত আছি।কিন্তু ওযূ করার সময় দাঁড়ি খিলাল করলে দাঁড়ি উঠে যায়।এখন আমি কি করতে পারি?যেহেতু জানিনা,স্বাভাবিক ভাবেই খিলাল করছি। | ঈদ-কুরবানী | |
(4675) আসসালামু আলাইকুম। হুজুর আমার প্রতিবেশি এক ভাই দুদিন আগে মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। ওনি নিয়ত করেছিলেন ধান বিক্রি করে কুরবানি দিবেন এখন ওনি তো তিনি এই দুনিয়ায় নেই ( আল্লাহ তাকে বেহেশত নসিব করুন) এখন ওনার নামে কুরবানী দেয়া যাবে কি না? আর যদি দেয়া যায় তাহলে কুরবানির গোশত পরিবার গ্রহন করতে পারবে কি না? উল্লেখ্য ওনিই ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ওনার স্রী ও ছোটো তিন জন সন্তান রয়েছে মাসআলাটি জানালে অনেক উপক্রিত হবো। ধন্যবাদ আপনাকে | ঈদ-কুরবানী | |
(7674) আসসালামুয়ালাইকুম, আমি চাকরী করি, আমি আরেকজনের সাথে শরীক হয়ে গরু কুরবানি দিতে চাই। সেক্ষেত্রে আমরা ২ জনে ৩ ভাগ করে অ্যান্ড ১ ভাগ নবী করিম (সাঃ) এর নামে দিতে চাই, আমার বাবা মারা গিয়েছেন, মা বেচে আছেন। আমার ২ ছেলে ৪ বছর ও ২ বছর এর। আমার প্রশ্ন হচ্ছে আমার ৩ ভাগ এর মদ্যে আমি কাদের নাম দিব। আমার এবং আমার ২ ছেলে? আমার এবং আমার মা এবং আমার মৃত বাবা? প্রসংগত, আমার মায়ের কোন আয় নাই, আমি যতদুর জেনেছি, মৃতের নামে দিলে নফল আদায় হবে, সেক্ষেত্রে কিভাবে নাম দিলে উত্তম হবে? | ঈদ-কুরবানী | |
(4673) 1.৪ জন ভাই চাকরিজী,, তারা যদি একসাথে ৪ জন তাদের বাবার সাথে একটা গরু কোরবানি দেয় তাহলেকি ঐ ৪ জন ভাইয়ের পরিবারের ( মানে ১ম ভাই ও তার বউ এবং সন্তানেরাা কি আলাদা আলাদা ভাবে সোয়াব পাবে?? ২. ৪ ভাই সামান টাকা দেয় না, এবং সবাই বাবাকে কুরবানির জন্য টাকা দেয়,এখন বাবার পখ থেকে কুরবানী দিলে হবে কিনা??? | ঈদ-কুরবানী | |
(4670) করবানী যদি অংশীদারীর ভিত্তিতে দেয়া হয় সেক্ষেত্রে টাকার ভাগ কি শুধুমাত্র পশুর দামের ক্ষেত্রে সকলের সমান হতে হবে নাকি করবানী পর্যন্ত যত খরচ হয়েছে তা স্মান ভাগ হবে? ্ যেমন সকল অংশীদার পশুর দাম সমান দিলো। কিন্তু একজন অংশীদার পশুর খাবার, কসাই খরচ বাবদ যে ব্যয় হয়েছে তা দিলো না, সেক্ষেত্রে কি তার ওই অংশিদারের কোরবানী হবে কিনা? | ঈদ-কুরবানী | |
(4668) হুজুর আমার ভাইয়ের একটা গরু আছে যেটা অসুস্থ হওয়ায় আমার ভাই নিয়ত করেন যে এটা যদি সুস্থ হয়ে যায় তাহলে ২ টা বাচ্চা হওয়ার পর এটাকে কুরবানী দিয়ে দিবে। এখন ২ টা বাচ্চা হওয়ার আগে এটা কুরবানী দিতে চায় এখন এই গরুর মাংস কি আমাদের পরিবার খেতে পারবে? | ঈদ-কুরবানী | |
(4667) আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো যারা নামাজ পড়েনা অথবা রেগুলার নামাজি না তাদের কি কুরবানি কবুল হবে না? এবং কেউ যদি হারাম টাকা দিয়ে হজ্জে যায় তাহলে কি তার হজ্জ কবুল হবে? | ঈদ-কুরবানী | |
(4663) আসসালামুয়ালাইকুম। বেঙ্গল মিট নামে এক কোম্পানি আছে, যারা এ বছর করোনা পরিস্থিতিতে, গরু কুরবানীর একটি সিস্টেম চালু করেছে। সেটি হল যে -অনলাইনে তাদের থেকে গরু কিনলে তারা ঈদের দিন গরু জবাই দিয়ে মাংস বাসায় এনে পৌঁছে দিবে। তাতে কি আমার কুরবানী আদায় হবে ? | ঈদ-কুরবানী | |
(4653) জিলহজ্ব মাসের 10 রোজা রাখার নিয়ম কি? রোজা দশটা রাখতে গেলে তো ঈদের দিনও হয়ে যায়। নাকি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখতে হবে। বিস্তারিত বললে খুব উপকৃত হতাম কিভাবে কিভাবে কয় তারিখ পর্যন্ত মোট কয়টা রোজা রাখব??? | ঈদ-কুরবানী | |
(4636) ১. আস-সালামুআইকুম। আমরা যৌথ পরিবারে বসবাস করি। ৪ ভাইয়ের মধ্যে ৩ ভাই ইনকাম করি এবং 3 জনই নিজ নিজ ইনকামের উপর জাকাত প্রদান করি। কোরবানী ঈদের সময় তিনভাই মিলে কম বেশী বাবাকে টাকা পাঠাই বাবা ঐ টাকা দিয়ে বাইরে অন্যজনের সাথে শরীকে নিজের নামে কোরবানী করে। প্রশ্ন হচ্ছে এ ভাবে কোরবানী করলে আমাদের 3 ভাই-এর কোরবানী আদায় হচ্ছে কিনা ? নাকি আমাদের আলাদাভাবে কোরবানী করতে হবে ? ২. দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ভাইদের মধ্যে নামাজ এবং ইসলামের অন্যান্য বিষয়াদি পালনে কিছুটা উদাসীন মনোভাব দেখা যায়। উপরের প্রশ্ন অনুযায়ী যদি আমাদের উপর আলাদা আলাদা কোরবানী ওয়াজিব হয় তাহলে আমি ভাইদের সাথে শরীকে না গিয়ে ব্যাক্তিগতভাবে কোরবানী করি আর এতে ভাইদের মনে কষ্ট আসে ও পরিবারের মধ্যে অসন্তোষ দেখা দেয় তাহলে আমি কি গুনাহগার হবো ? নাকি উনরা ইসলামের হুকুম আহকাম পালনের বিষয়ে গাফেল থাকলেও তাদের সাথে কোরবানী করা যাবে ? প্রশ্নে উত্তর পেলে কৃতজ্ঞ থাকবো। | ঈদ-কুরবানী | |
(4625) ক) আমাদের গ্রামে মোট পরিবার ১০০ টি। গড়ে একটি পরিবারে ৬ জন থাকলে মোট লোক সংখ্যা ৬০০ খ) কোরবানী দেওয়ার সক্ষমতা আছে ৪০ টি পরিবারের। এই ৪০ টি পরিবারের কোরবানির মাংসের পরিমাণ ২০ কেজি হলে মোট মাংস (৪০ X ২০ = ৮০০) কেজি গ) কোরবানি অংশগ্রহণকারী পরিবার অর্ধেক মাংস নিজেরা রেখে বাকি অর্ধেক গ্রামে দান করার জন্য এক যায়গায় জমা করে অর্থাৎ ৪০০ কেজি। আর এই ৪০০ কেজি বন্টন হয় কোরবানীতে অংশগ্রহনকারী পরিবার সহ ১০০ পরিবারের জন প্রতি হিসাব অনুযায়ী। অর্থাৎ জনপ্রতি পায় (৪০০ কেজি ÷ ৬০০ জন) = ০.৬৬ কেজি বা ৬৬০ গ্রাম। এখানে ছোট শিশু হলে অর্ধেক আর প্রাপ্ত বয়স্কদের এক ধরে হিসাব করে বন্টন করা হয়। এক্ষেত্রে একটি পরিবারে ৪ জন পূর্ণ বয়স্ক আর ২ জন শিশু থাকলে সেই পরিবার পায়ঃ (০.৬৬ X ৪) + (০.৩৩X২) = ৩.৩ কেজি। প্রশ্ন-১ঃ এভাবে কি কুরবানী জায়েজ বা কুরবানীর মাংস সঠিকভাবে বিতরন হয়? প্রশ্ন-২ঃ বলতে গেলে কোরবানিতে অংশগ্রহণ করা পরিবার আবার দান করা অর্ধেক মাংস থেকে মাথাপিছু হিসাব অনুযায়ী কিছু মাংস আবার পায় এটা কি নেওয়া বৈধ? কোরবানীর মাংস বন্টনের বিধানটি একটু পরিপূর্ণ ভাবে জানালে উপকৃত হতাম। | ঈদ-কুরবানী | |
(4584) ৬ তাকবিরে ঈদের নামাজের দলিল জানতে চাই | ঈদ-কুরবানী | |
(4577) মুসনাদে আহমেদের এই হাদিসটি কি সহিহ্/হাসান ? হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- أمرت بيوم الأضحى جعله الله عيدا لهذه الأمة. قال له رجل :يا رسول الله! أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها؟ قال : لا، ولكن خذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك، فذلك تمام أضحيتك. আমি কুরবানীর দিন সম্পর্কে আদিষ্ট হয়েছি (অর্থাৎ এ দিবসে কুরবানী করার আদেশ করা হয়েছে।) আল্লাহ তাআলা তা এ উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলাল্লাহ! যদি আমার কাছে শুধু একটি মানীহা থাকে অর্থাৎ যা শুধু দুধপানের জন্য দেওয়া হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না; বরং সেদিন তুমি তোমার চুল কাটবে (মুন্ডাবে বা ছোট করবে), নখ কাটবে, মোচ এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে।-মুসনাদে আহমদ, হাদীস : ৬৫৭৫; সহীহ ইবনে হিববান, হাদীস : ৭৭৩; সুনানে আবু দাউদ, হাদীস : ২৭৮৯; সুনানে নাসায়ী, হাদীস : ৪৩৬৫ | ঈদ-কুরবানী | |
(4530) আছছালামু আলাইকুম। আমি বিদেশে থাকি। আমার বাচ্চা ও পরিবার আছে। আমি এবার চিন্তা করছি বাংলাদেশে কোরবানী দিব কোন organization এর মাধ্যমে। আর আমার বাসায় গোসত্ কিনে খাব। আমার প্রশ্ন হল এটা কী যায়েজ? যেহেতু আমার বাসায় ছেলে মেয়ে আছে। আমার উদ্দেশ্য হল দেশে গরীব কে সাহায্য করা কোরবীর মাধ্যমে। বিদদাননদ ফাউন্ডেশন এর মাধ্যমে কী কোরবানী দেওয়া যাবে? | ঈদ-কুরবানী | |
(4458) শাইখ আমাদের এলাকায় বাগাতিপাড়া, নাটোর, রাজশাহী আমরা ছোট বেলা থেকে দেখি যে কুরবানী ঈদের পূর্বে ছাগল কিংবা গরু তাদের গলাতে লাল ফিতা বেঁধে রাখে ওইটা যে কুরবানীর জন্য সেটা চিহ্নিত করা হয়। আমার চাচা আমাকে লাল ফিতা বানিয়ে আনাতে বলে, তখন আমি বলেছি যে এটা দরকার নেই মানুষকে দেখিয়ে কি কবর, মানুষ নির্দিষ্ট করে ফেলবেন যে এইটা আমাদের কুরবানীর জন্য। কুরবানী আল্লাহ জন্য, এইটা না বাঁধানো ভাল হয় মনে করছি। তখন চাচা আমার কথার প্রতি উত্তরে বলেছেন এত কিছুই বল থাক কুরবানীর পশু চিহ্নিত করে রাখা সুন্নাত এটা জানো না। আমি আর কথা বলি নি, কারন এই বিষয়ে কিছুই জানি না। শাইখ আমাকে যদি এই বিষয়ে সাহায্য করতেন। কুরবানীর পশুর গলায় লাল ফিতা বাঁধা যাবে কি না? আর এই ভাবে পশু চিহ্নিত করা সুন্নত কি না? | ঈদ-কুরবানী | |
(4188) সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা সঠিক হবে কি? | ঈদ-কুরবানী | |
(4123) মায়ের পক্ষে ছেলে কোরবানি করতে পারেব কিনা? | ঈদ-কুরবানী | |
(4122) আসসালামু আ'লাইকুম । হযরত কেউ যদি কুরবানীর সাথে সাথে আকিকার নিয়তে দুই ভাগে শরীক হয় তবে কোন সমস্যা আছে কী? থাকলে কি? | ঈদ-কুরবানী | |
(3959) Sir, আমার গ্রামে... ঈদ, ক্বদর তো বিজোড় রাতে , তাহলে তো আমরা লাইলাতুল ক্বদর পাচ্ছি না , সৌদি রা লাইলাতুল ক্বদর পাচ্ছে, পাকিস্তান , ভারত, বাংলাদেশ শুধু এই ৩টা দেশেই কেন পরেরদিন ঈদ, লাইলাতুল ক্বদর, রোযা ইত্যাদি হবে , স্যাটেলাইট এর যুগে আমরা বুঝতেছি কোথাও চাঁদ উঠেছে তাহলে ঈদ করবনা কেন ??? ক্বদর হবে না কেন?? রোযা রাখব না কেন ,?? তাহলে জুমআ এর নামাজ সব দেশে এক দিনে হয় কেন ???? এসব নিয়ে চরম বিতর্কে অবস্থান নিয়েছে গামবাসী। দুই ভাগে ভাগ হয়ে গেছে ।। গ্রামে গ্রামে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা রোযা, ঈদ, ইত্যাদি একদিন আগে করে, তারা নামায শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলেযায়। বিতর এর নামায এক রাকাআত পড়ে , তারাবীহ এর নামাজ ৮ কাকায়াত পড়ে । সব কিছুতে দলিল চায়। প্রশ্ন হলো, দেশের প্রচলিত দিন অনুসারেই কি ঈদ, রোযা ইত্যাদির দিন ঠিক হবে ??? তারা যা বলছে সেই অনুসারে মেনে নেওয়া ঠিক হবে ??? এটার উপর যুক্তি এবং দলিল সহ সমাধান দিলে কৃতজ্ঞ থাকব । | ঈদ-কুরবানী | |
(3809) আসসালামু অলাইকু। আমার একটি প্রশ্ন, আমার এক ভায়ের একটি ছাগল কুরবানী রাখছিলেন কিন্তু ছাগলটির একটা বদ অবভাস ছিল তার নিজের প্রসাব নিজেই খেতো এই দেখে আমার ভাই ছাগলটা বিক্রি করে দেয় এখন আমাদের গ্রামের এক হুজুর বলে তুমি বিক্রি করে ভুল করেছ এখন একটি ছাগলের বদলে দুটি ছাগল কুরবানী দিতে হবে, আসলে মাসালা কি হবে দয়া করে বলবেন | ঈদ-কুরবানী |